শাহ্ আলম শাহী,দিনাজপুর : পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের প্রহারে দিনাজপুর শহরে মজিবর রহমান (৭০) নামে এক পান দোকানদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সাবু (৩০) নামে আটক করেছে একজনকে। ঘটনাটি ঘটেছে, ২৯ ডিসেম্বর সোমবার দুপুর আড়াইটায় শহরের বড়বন্দর এলাকায়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন,গুড়গোলা এলাকার পান দোকানদার মজিবর রহমান (৭০) তার দোকানে বাকিতে পণ্য নেয়া সাবু নামে একজনের কাছে পাওনা টাকা চাইতে যায়। এ সময় তাদের মধ্যে শুরু হয় বাক-বিতন্ডতা। এক পর্যায়ে সাবু মারধর করে মজিবর রহমানকে। এতে মজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়ে যায়। প্রতিবেশিরা তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা মজিবরকে মৃত ঘোষণা করে। পুলিশ এ ঘটনায় সাবু নামে এক যুককে আটক করেছে। লাশ উদ্ধার করে পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত’র স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছিলো।
