মো. রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরন এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের লক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আজ বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১ টার দিকে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ ও ইভটিজিং প্রতিরোধে লৌহজং কলেজ প্রাঙ্গণ থেকে র্যালি বের করে। র্যালি শেষে বেলা ১২ টার দিকে লৌহজং কলেজে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবেশ রক্ষা ও মাদক প্রতিরোধে সামাজিক ভাবে করনীয়-শীর্ষক আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, লৌহজং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমূখ।
