শ্যামলবাংলা ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ৪৩ বছরের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব রেকর্ড ভঙ্গ করে ২২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র ওই তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, এখন পর্যন্ত সর্বোচ্চ রিজার্ভ হল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার দিন শেষে এটি ছাড়িয়ে নতুন মাইলফলকে পৌঁছাবে দেশের রিজার্ভ। যা দিয়ে কমপক্ষে ৭ মাসের আমদানি ব্যয় চালানো সম্ভব হবে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথম বারের মতো ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আর চলতি বছরের ৫ নভেম্বর অতিতের সব রেকর্ড ভেঙে রিজার্ভ ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে।
