আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের মালশন গ্রামের পাশে রেলের ডোবা থেকে উদ্ধার হওয়া পরিবহন শ্রমিক মানিক খান (১৮) কে স্বাশরোধে হত্যা করা হয়। সম্প্রতি পুলিশকে দেয়া লাশের ময়না তদন্ত রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। ময়না তদন্ত রির্পোট পৌছায় অবেেশষে ৩ মাস পর নিহত মানিক খানের মা জয়নাব বিবি বাদী হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার তদন্তকারি এস,আই দুলাল হোসেন জানান আদমদীঘির সান্তাহার এলাকার মৃত মামুন খানের ছেলে পরিবহন শ্রমিক মানিক খান (১৮) কে গত ৪ জুন দিবাগত রাতে মালশন গ্রামের পাশে রেল লাইনের পাশে ডোবায় ফেলে রাখা মানিকের লাশ পাওয়া যায়। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়। প্রায় ৩ মাস পর সম্প্রতি নিহত মানিককে স্বাশরোধে হত্যা সংক্রান্ত ময়না তদন্ত রির্পোট পুলিশের নিকট পৌছায় গত মঙ্গলবার এই হত্যা মামলা রুজু করা হয়েছে।
আদমদীঘিতে যুবদল নেতার রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল
বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মারাত্বক অসুস্থ হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে অসুস্থ নজরুল ইসলামের আশুরোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উপজেলা যুবদল সভাপতি মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে দোয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বুলবুল ফারুক, মেহেদী হাসান, আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, যুবদল নেতা শাহিনুল সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবর্গ।