কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় মিষ্টি এবং দই খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে মাদ্রাসার ৫৪ জন শিশু শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা মিষ্টি এবং দই খেয়েই গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত বলে জানিয়েছে তারা। অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া সকলেই ভেড়ামারা উপজেলার ৩নং ব্রীজের মা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

জানা গেছে, ভেড়ামারা দি মেডি এইড ডায়াগনষ্টিক সেন্টার’র স্বত্বাধিকারী ডাঃ আব্দুর রাজ্জাক বুধবার ভেড়ামারার মা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের জন্য শহরের পলাশ হোটেল ও দধি ভান্ডার থেকে দই মিষ্টি ক্রয় করেন। বুধবার দুপুরে মাদ্রাসার ৫৪ জন শিশু শিক্ষার্থীই ওই দই মিষ্টি খায়। এরপর সন্ধ্যা থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা বমি, পাতলা পায়খানা এবং পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েন। এসময় তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আক্রান্তরা হলো স্বপ্না, রহিমা, সানজিদা, রাবেয়া, কবিতা, সুমাইয়া, জাহানারা সহ ৫৪ জন শিশু শিক্ষার্থী। তাদের প্রত্যেকরই বয়স ৪ থেকে ১০ বছর।
ভেড়ামরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিক্যাল অফিসার নুরুল ইসরাম জানিয়েছেন, শিশু শিক্ষাথীরা দই এবং মিষ্টি খেয়েই বমি, পাতলা পায়খানা এবং পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েন। তবে তারা চিকিৎসা নিয়ে এখন শংকামুক্ত। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করীম, ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমূল ইসলাম ছানা হাসপাতাল পরিদর্শন করেছেন।
