ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : সারাদেশে অব্যাহত গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দিনব্যাপী কেন্দ্রƒীয় অনশন কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১০ টার দিকে কোর্ট শহিদ মিনার চত্বরে রাজশাহী মহানগর বিএনপি এ কর্মসূচি পালন করে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশে এখন এক ব্যাক্তির শাসন চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে। কাউকে যেন গুম হতে না হয়, বেঁচে থাকার অধিকার আদায়ে সংগ্রাম করতে হবে।
বক্তারা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার ঘটনায় ফুঁসে ওঠা মানুষদের ‘আই-ওয়াশ’ করতেই এতদিন পর অভিযান চালানো হচ্ছে । জনগণ ফুঁসে উঠেছে। তাদের দৃষ্টি অন্যদিকে সরাতে নুর হোসেনের বাড়িতে অভিযান, কিন্তু এতদিন পরে কেন? তদন্তের নামে আই-ওয়াশ দিচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার আজ বিরোধীদল দমনে ব্যবহার করছে।
বক্তরা আরো বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিনিমিনি খেলেছে। বিরোধী দলের আন্দোলন দমনের নামে দেশজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। প্রায় প্রতিদিনই তাদের হাতে নিরিহ মানুষ খুন হচ্ছেন, গুম হচ্ছেন। নেতাকর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এসময় নেতারা কারাবন্দি সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার কওে অবিলম্বে মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এর আগে, সকাল সোয়া ৯টার দিকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে গণঅনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অনশন।
এদিকে, অনশন চলাকালে খাবার গ্রহণ করতে দেখা যায়নি উপস্থিত নেতাদের। তবে কর্মীদের কেউ কেউ দূরে সরে গিয়ে নাস্তা সেরে নিচ্ছেন।
