রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গতকাল বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষ্যে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচণা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০ টায় রাণীনগর উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় র্যালীতে রাণীনগর উপজেলার গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন ও রাণীনগর-আত্রাই ট্র্যাক্টর চালক সমিতির সদস্যরা অংশগ্রহন করে। র্যালী শেষে উপজেলা বাসস্ট্যান্ডে গৃহনির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম সরদার’র সভাপতিত্বে আলোচণা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্, উপজেলা নির্বাহি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, নির্মান শ্রমিক ইউনিয়ন’র সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম, নির্মান শ্রমিক নেতা জাকির হোসেন, নুরুল আমিন প্রমুখ।
