রাণীশংকৈল (ঠাকুরগাও ) প্রতিনিধি : বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রবাদ বাক্যটির বাস্তবতার সাথে মিল থাকলেও অনেক ক্ষেত্রে বিরূপ ফল পাওয়া যায়। ভারতের মাদ্রাজে উৎপাদিত সুন্দরী আম দেখতে যেমন সুন্দর নাম ও তার সুন্দরী। গুনটা বিপদজ্জনক স্বাস্থ্য ঝুঁকিতে।

আমের বিখ্যাত চাপাই নবাবগঞ্জ, ঠাকুরগাও জেলার প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশের আম বাগানগুলো ফলে ফলে ভরে গেছে। যৌবন ফুটে উঠেছে বাংলার আম বাগানগুলোতে। দেশীয় আম পাকতে এখনও অনেক দেরী থাকলেও ভারতের সুন্দরী নামের আমটি দেশের অভ্যন্তরে ঢুকে জনজীবন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। সুন্দরী আম বাজারে সয়লাব হয়ে পড়েছে। আমটি দেখতে সুন্দর দেখে বিষাক্ত ফরমালিন মেশানোর কথা আমলে না নিয়ে নির্ধিধায় কিনে খাচ্ছে মানুষ।
রানীশংকৈল বাজারের ফল দোকান থেকে শুরু করে উপজেলা গেটের ফল দোকানেও ফরমালিন মেশানো সুন্দর চেহারার আম জায়গা দখল করে নিয়েছে। এখানে সকল সরকারী কর্মকর্তা কর্মচারী সার্বক্ষনিক চাকুরী জীবনের সময় কাটালেও কারো এব্যাপারে প্রতিরোধের কোন কার্যকরী ভ‚মিকা নাই।
আমের বোঁটার দিক টকটকে লাল শরীর হলুদ কাপড়ে আচ্ছাদিত। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানদাররা আকর্ষণীয় করে সাজিয়ে রাখে। মাসের পর মাস আমগুলো থেকে শরীর কুঁচকে গেলেও নষ্ট হয়না।
রাসায়নিক প্রয়োগে কৃত্রিম উপায়ে ফলগুলো পাকানো হয়। এগুলোতে রয়েছে বিষাক্ত ফরমালিনের ব্যবহার দেখার কেউ নেই। লোকজন বাহ্যিক চেহারা দেখে আমগুলো কিনে খায়। একটুও ভাবেনা রাসায়নিক বিষ ক্রিয়ার কথা, ভাবেনা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে।

ফল বিক্রেতারা জানায়, রাজশাহী, চাপাই, ঠাকুরগাওয়ের আম পাকার আগ পর্যন্ত যশোর, হিলিসহ বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারততের সুন্দরী আম এসে এদেশে ফল বিক্রেতাদের মাঝে বড় ধরনের জায়গা দখল করে আছে।
এব্যাপারে পৌর মেয়র মোকলেশুর রহমান বলেন, মানুষকে সচেতন হতে হবে। তবে বিষয়টি আমরা দেখবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাসায়নিক বিষক্রিয়া প্রয়োগ আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
অনেক সুস্বাদু ও পুষ্টিগুন সম্পন্ন দেশীয় আম ৪০-৫০ টাকা কেজি দরে কিনতে দরকষাকষি করা হয়। কিন্তু স্বাস্থ্য ঝঁকিতে থাকা ভারতীয় আমের বাহ্যিক রূপ দেখে মানুষ ২৫০ টাকা দরে কিনে খায় অনায়াসে।
