বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ টিকফা চুক্তি স্বাক্ষর করেছে। ডব্লিউটিও এর সিদ্ধান্ত মোতাবেক এলডিসি তালিকাভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি প্রবেশাধিকার পাওয়ার কথা। তিনি ২৭ এপ্রিল রবিবার সচিবালয়ে টিকফা ফোরামের প্রথম সভায় যোগদানের উদ্দেশ্যে আগত ইউএসটিআর প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে একথা বলেন বানিজ্যমন্ত্রী।

বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ১৫.৬২ ভাগ ডিউটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরিপোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম ডিউটি প্রদানকারী দেশ।
তিনি বলেন, টিকফা ফোরামের প্রথম সভায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। আশাকরি এর মাধ্যমে জিএসপি সুবিধার ওপর স্থগিত আদেশ প্রত্যাহার এবং দু‘দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে।

মন্ত্রী তৈরি পোশাক রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাজার উল্লেক করে বলেন, সেখানে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। টিকফা ফোরাম সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধার ওপর স্থগিত আদেশ প্রত্যাহার, দু‘দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব।
তিনি রানা প্লাজা দুর্ঘটনা থেকে বাংলাদেশ অনেক শিক্ষা গ্রহণ করেছে। মালিক ও শ্রমিকদের সতর্কতার কারণে গত একবছরে কোন দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। শ্রমিক বান্ধব পরিবেশে তৈরিপোশাক কারখানাগুলোতে কাজ চলছে। ভবিষ্যতে বাংলাদেশের তৈরিপোশাক কারখানাগুলো আরো ভালো করবে। তৈরিপোশাক শিল্পের চলমান সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় সবকিছু করে যাচ্ছে।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
