শ্যামলবাংলা বিনোদন : এবার ‘টম অ্যান্ড জেরি’ নামে একটি একক নাটকে অভিনয় করলেন নিশো ও তিশা। মাহবুব বাপ্পির কাহিনী ও চিত্রনাট্য নিয়ে এ নাটকটি পরিচালনা করেছেন ইভান রেহান। নাম শুনেই বোঝা যায় নাটকটির কাহিনী কমেডি ধরনের হবে।
ইতোমধ্যে মিরপুর, উত্তরা সহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকে অন্যান্যের মধ্যে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, শামিম, ফারিয়া, এনা, বাপ্পি, জিসান, মামুন প্রমুখ।
নাটকটি নিয়ে নির্মাতা জানান, এখানে মিশু (নিশো) ও বন্যা (তিশা) দুজনের অনেকটা কাকতালীয়ভাবে দেখা হয় একটি ম্যাগাজিনের দোকানে। সেখানে একটি পত্রিকা কেনা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় তাদের মাঝে। এরপর বিভিন্ন জায়গায় তাদের হঠাৎ করে দেখা হয় এবং এক পর্যায়ে ফেসবুকে মিশু ‘টম’ আর বন্যা ‘জেরি’ নামে নতুন কাহিনীর সূত্রপাত ঘটায়। এভাবেই হাস্যরসে নাটকের কাহিনী এগিয়ে যায়। নাটকটি খুব শিগগিরই কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
