স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ ১৪২১ বরণ উপলক্ষে শেরপুরে কবি সংঘের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা চাউল কল মালিক সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সংঘের সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদ। সভার শুরুতে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসার মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এডভোকেট রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক নতুন যুগ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, কবি আরিফ হাসান, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ড. আব্দুল আলীম তালুকদার, নজরুল পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক আনিছুর রহমাান আকন্দ, কবি সংসদ এর সভাপতি কবি আনিছুর রহমান রিপন, অনুপ্রাসের সাধারণ সম্পাদক কবি হাসানুজ্জামান শরাফত, আ.স.ম সোহেল নয়ন, কামরুজ্জামান বাদল প্রমূখ।
পরে কবিতা পাঠে অংশ নেন কবি তালাত মাহমুদ, রফিকুল ইসলাম আধার, আরিফ হাসান, ড. আব্দুল আলীম তালুকদার, আনিছুর রহমান রিপন, শাহ আলম বাবুল, আছমা জামান, হাসানুজ্জামান শরাফত, কামরুজ্জামান বাদল, এবিএম লুৎফর রহমান নয়ন প্রমূখ।
