শ্যামলবাংলা ডেস্ক : প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে ভোট চলছে আফগানিস্তানে। ৫ এপ্রিল শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা শেষ হবে বিকেল ৪টায়।

বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দেশটিতে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ।
২০০১ সালে তালেবানের পতনের পর থেকে ক্ষমতায় আছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তবে আফগানিস্তানের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তৃতীয় দফায় আর প্রেসিডেন্ট হতে পারছেন না তিনি।
