কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ ৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২ এপ্রিল বুধবার সকালে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মৃত শাহাদত হোসেন (সাধু ল্যাংড়া)’র পুত্র ফরিদুল ইসলাম নান্নু ও একই এলাকার তাজু মালিথার পুত্র ইমারুল ইসলাম।

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই হারান চন্দ্র, এসআই তরিকুল ইসলাম ও এএসআই জয়ন্ত কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় পুলিশ। এসময় ফরিদুলের বসতবাড়িতে তলাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী নান্নু ও ইমারুলকে আটক করে পুলিশ আটককৃৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।
