ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মরাখালে পরিণত হওয়া বদলগাছীর ছোট যমুনা নদী এখন গো-চারণ ভূমি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ

Mohadevpur Picture_27-03-2014এম. এ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার বুক চিরে বয়ে চলা এক সময়ের ভরা যৌবনা ¯্রােতস্বীনি ছোট যমুনা নদী এখন মরাখালে পরিণত হয়েছে। মরাখালে পরিণত হওয়া এ নদীর তলদেশে এখন গরু-ছাগলের ঘাষ খাওয়ার দৃশ্য চোখে পড়ার মত। পানিশূন্যতার কারণে নদীর দুইধারের আবাদীগুলো জমি সেচ অভাবে অনাবাদি থাকাসহ ব্যবসা-বাণিজ্যের মালামাল পরিবহণে পালতোলা নৌকার সেই দৃশ্য আর চোখে পড়েনা। একই সাথে নদীতে পানিশূন্যতায় এলাকার জেলে সম্প্রদায়গুলো পড়েছে চরম বেকায়দায়। শুকিয়ে যাওয়া এ নদীর সিংহভাগ জমি এখন চলে যাচ্ছে অবৈধ দখলদারদের আয়ত্বে। দখলদার ভূমিদস্যুরা তাদের ইচ্ছামত নদীর জমি দখল করাসহ সরকারী কোন ইজারা ছাড়াই বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে। স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় ভরা যৌবনা এ ছোট যমুনা নদীর বুকে পালতোলা নৌকাযোগে দূর-দূরান্তের মহাজনদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে মালামাল পরিবহণ করতো। কিন্তু ভরা যৌবনা নদী এখন অতীতের যৌলুস হারিয়ে এখন মরাখালে পরিণত হয়ে সেটি কালের স্বাক্ষী হিসেবে এলাকাবাসীর কাছে নতুন করে পরিচিতি পেয়েছে। নদীটি সরকার খননের উদ্যোগ নিলে একদিকে ফিরে পেতে পারে তার অতীত যৌবন, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যসহ এলাকার জেলে পরিবাররা উপকৃত হতে পারে মাছ চাষের মাধ্যমে। এছাড়াও এ নদী খননের ফলে দু’ধারের অনাবাদি জমিগুলো হয়ে উঠবে আবাদযোগ্য। এতে উপকৃত হবে কৃষক ও জেলেসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!