লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে বাংলাদেশী কৃষক জাহেদুল ইসলাম (৩৭)কে ধরে নিয়ে গেছে ভারতীয় ১০৪ ব্যাটালিয়নের রতনপুর বি এস এফ ক্যাম্পের সদস্যরা। জানা গেছে, জাহেদুল ওই কিসামত নিজমা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র । গতকাল মঙ্গলবার সে ওই সীমান্তের ৫৫৫ মেইন পিলার এলাকায় ঘুরতে গেলে ভারতীয় বি এস এফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিযনের অধিনায়ক ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে ভারত থেকে গরু আনার অভিযোগ তুলছে বিজিবি।
