ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পুরাতন ষ্টেডিয়ামে সকাল ১১ টায় প্রায় ১০ হাজার মানুষ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে একই সময় লাখো কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে সকাল ৮ টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথ ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শরীচর্চা, ডিসপ্লে প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়। সন্ধ্যায় শিশুপার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
