শ্যামলবাংলা ডেস্ক : চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করে সরকারি দলের ক্যাডাররা জাল ভোট দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ওই অভিযোগ করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিরোধীদল সমর্থিত প্রার্থীদের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে সরকারি দল সমর্থিত এজেন্টরা একতরফাভাবে ব্যালট পেপারে সিল মারছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না। স্থানীয়ভাবে নির্বাচনী কর্মকর্তাদের অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। আর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বিএনপিসহ অন্যদল সমর্থিত যেসব এজেন্ট এখনও বিভিন্ন কেন্দ্রে অবস্থান করছেন তারা জানিয়েছেন, তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এছাড়া কেন্দ্রে ভোট গণনা না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভোট গণনা করা হবে বলে সরকারি দল সমর্থিত এজেন্টদের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সরাসরি পুলিশ প্রশাসনের ছত্রছাত্রায় নির্বাচনী কর্মকর্তাদের সামনেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরছে। এ ব্যাপারে বিএনপি সমর্থিত প্রার্থীরা অভিযোগ দিলেও স্থানীয় প্রশাসন তা আমলে নিচ্ছে না।
তিনি জানান, বগুড়ার সোনাতলা, রশীদপুর, সারিয়াকান্দি; ঝিনাইদহের শৈলকূপা ও ভোলার লালমোহনসহ বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।