চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ জামায়াত নেতা-কর্মীসহ ১৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামায়াতের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তুহিন আক্তার (৩৮), মৃত শফিউদ্দীনের ছেলে ওয়ার্ড সাধারণ সম্পাদক রতন চৌধুরী (৩৪), আনসার আলীর ছেলে মজিদুল হক (৫০), সেনেরহুদা গ্রামের মৃত জামাত আলীর ছেলে ঝন্টু ইসলাম (৩২), জহুরুল ইসলামের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি জব্বার আলী (৪২), একরাম আলীর ছেলে হাফিজুল (২৩), সেকেন্দার আলীর ছেলে শরিফুল (২৫), দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নুরুল হকের ছেলে খাজির রহমান (৫০), চন্ডিপুর গ্রামের ফরমান আলীর ছেলে লিয়াকত আলী (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে আবু সিদ্দিক (৪০), চারুলিয়া গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে কালু (৪২), দলকা লক্ষীপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিনহাজ উদ্দীন (২৫) ও দর্শনা পাঠান পাড়া গ্রামের রহমান খানের ছেলে আব্দুল বারেক (৫৮)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হসান জানান, আটককৃতদের বিরুদ্ধে জীবননগর ও দামুড়হুদা থানায় মামলা রয়েছে।