নজরুল ইসলাম, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর ঝেড়ামুখো এলাকা থেকে বনদস্যু বাহিনী প্রধান আব্দুর রহমানের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল দিকে দীর্ঘ ৭ ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেওয়া খবরের ভিত্তিতে ওই মৃত দেহ উদ্ধার করে। আব্দুর রহমান শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও বনদস্যু রহমান বাহিনীর প্রধান বলে জানা গেছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত জানান, বর্ডার গার্ড বাংলাদেশের নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের কৈখালী বিওপির জওয়ানরা টহলে গিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে মৃতদেহটি দেখতে পায়। বিষয়টি তারা জানানোর পর পুলিশ সেখান থেকে রহমানের মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এদিকে, আব্দুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে রহমান নিখোঁজ ছিল।
তার পরিবারের দাবি, আব্দুর রহমানকে হত্যা করে পূর্ব শত্রæতার জের ধরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আব্দুর রহমান দস্যুতার সাথে জড়িত ছিল স্বীকার করে তার স্ত্রী আনোয়ারা জানান, নিখোঁজ হওয়ার ৪-৫ দিন পূর্বে মুন্সিগঞ্জের ইউপি সদস্য আকবর হোসেন তাকে (আব্দুর রহমান) বনে পাঠায়। সে (রহমান) নিখোঁজ হওয়ার একদিন আগে মুন্সীগঞ্জের ইউপি সদস্য আকবর হোসেন আমার হাতে ৫ হাজার টাকা দিয়ে বাজার ঘাট করার কাজে খরচ করতে বলে। এ ঘটনার পর থেকে রহমানের পিতা মতিয়ার রহমান স্থানীয়দের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ছেলেকে খুঁজতে থাকেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইউপি সদস্য আকবর ও তার সহযোগীরা মিলে সুন্দরবন থেকে ২ বনদস্যুকে আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।
ওই সময় আব্দুর রহমান আটক হলেও পূর্ব শত্রæতার জের ধরে আকবর হোসেন তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় বলে রহমানের পরিবার গণমাধ্যমের কাছে দাবি করে আসছিল।
তবে, আকবর হোসেন দাবি করেছেন, বনে যাতায়াত করতে গেলে বনদস্যুদের সাথে সবারই যোগাযোগ রাখার প্রয়োজন পড়ে। তবে তিনি নিজে এ ধরনের অনৈতিক তৎপরতার সাথে ন্যূনতম জড়িত নন।
সাতক্ষীরার কালিগঞ্জে মন্দির থেকে স্বর্ণের অলংকার চুরি
সাতক্ষীরার কালিগঞ্জে একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরে রক্ষিত মূর্তি থেকে তিনটি স্বর্ণের টিপ ও চার জোড়া রূপার পায়ের নূপুর চুরি করে মূর্তিটির একটি হাত ভেঙে দিয়েছে। বুধবার রাতে দিকে কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুরের গোবিন্দ অধিকারীর পারিবারিক মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে মনে হয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটিয়েছে।
মূর্তিটির একটি হাত ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত খাট প্রকৃতির কোন লোক স্বর্ণের টিপ নেওয়ার সময় আঘাত লেগে হাতটি ভেঙে গেছে, তবে পড়ে যায়নি। এছাড়া মন্দিরটি নির্মাণাধীন বলেও জানান ওসি।