তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে সাংবাদিক সাগর-রুনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ২বছরেও বিচার না হওয়ার প্রতিবাদে সারাদেশের মতো কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কুমিল্লার সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা সভাপতি, দুর্ণীতি প্রতিরোধ কমিটির (দূপ্রক) সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া বক্তব্য রাখেন।
একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সভাপতি ও ইসলামী টিভি প্রতিনিধি ওমর ফারুকী তাপস, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সদ্য নির্বাচিত সভাপতি ও দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ মিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি অধ্যাপক মো: জালাল উদ্দিন, দৈনিক ইনকিলাবের স্টাফ পিরোর্টার সাদিক মামুন প্রমূখ।
বক্তারা হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকীতে প্রকৃত খুনিদের প্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারীনেত্রী দিল নাশিন মোহসেন, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুর রায়হান, দৈনিক আমাদের কুমিল্লার ব্যাবস্থাপনা সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো: শাহাজাদা এমরান, বাংলাদেশ টেলিভিশনের সংবাদদাতা জাহাঙ্গীর আলম রতন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আনোয়ার হোসাইন, গাজী টেলিভিশন (জিটিভি’র) প্রতিনিধি মো: সেলিম রেজা মুন্সী, এশিয়ান টিভির প্রতিনিধি দিলরুবাইয়াত সৌরভী, সময় টিভির বাহার রায়হান, ইউথ জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লা’র নেতা ফয়ছাল বারী মুকুল, দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার কাজী শামীম, কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, দৈনিক সংবাদের প্রতিনিধি মো: জাহিদুর রহমান, মাইটিভির প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, দৈনিক সমকাল ও দৈনক আমাদের কুমিল্লার ফটো সাংবাদিক নেহাল কুমার রিপন (এন. কে রিপন), আর টিভির ক্যামেরাম্যান মো: সুমন মিয়া, দৈনিক ময়নামতির ফটো সাংবাদিক জুয়েলুর রহমান প্রমূখ।
এছাড়াও সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের ২বছরেও বিচার না হওয়ার প্রতিবাদে কুমিল্লায় আয়োজিত কর্মসূচীর সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, সাবেক গণপরিষদ সদস্য ও প্রবীন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আহাম্মদ আলী, কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ডা: আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাধন সম্পাদক আবুল হাসানাত বাবুল, সাপ্তাহিক আমোদ সম্পাদক বাকীন রাব্বি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সহসভাপতি ও আরটিভি প্রতিনিধি মো: গোলাম কিবরিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সাধারণ সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি।
এছাড়াও মোবাইল ফোনে সংহতি প্রকাশ করেছেন, ইউরোপ সফররত কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের সাংবাদিক আবুল কাশেম হৃদয়, বিশিষ্ট ক্রিড়া সংগঠক বদরুল হুদা জেনু, আওয়ামীলীগ নেতা নূর-উর-রহমান মাহমুদ তানিম, বাংলা ভিশনের প্রতিনিধি সায়্যিদ মাহমুদ পারভেজ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, অ্যাপেক্সিয়ান মাইজ উদ্দিন মাইজু, অ্যাপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সভাপতি, অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট কামরুজ্জামান চৌধূরী ফারুক, দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেক, দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক হুমায়ুন কবির জীবন, দৈনিক কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, সহ-বার্তাসম্পাদক ফাতেমা আক্তার, দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, দৈনিক আমাদের কুমিল্লার সাংবাদিক আবু মুছা, সাংবাদিক আরেফীন রুমেল, অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজের প্রতিনিধি জাহিদুর রহমান পাটোয়ারি প্রমূখ।
উল্লেখ্য মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্র“য়ারি রাজধানীর পূর্ব রাজা বাজারের নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।