জামালপুর প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন (দোয়াত কলম), বিদ্রোহী মঞ্জুরুল হক (ঘোড়া), বিএনপির গোলাম হাফিজ নাহিন (কাপ পিরিচ), রবিউল ইসলাম (মোটর সাইকেল), এবং এডভোকেট ইসমত পাশা স্বতন্ত্রকে (আনারস) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে আলমগীর আহম্মেদ শাহ্জাহান (বই), নুরুল আলম সিদ্দিকী (টিউবওয়েল), সাইফুর রহমান খোকন (টিয়া পাখি), সানাউলাহ (বৈদ্যুতিক বালব) হায়দার আলী (তালা), ডা: ইউনুছ আলী (মাইক), রফিকুল ইসলাম (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার (হাঁস), শামসুন্নাহার (কলস) এবং নাজমা আক্তার জীবন (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।