রেদওয়ানুল হক আবীর, শেরপুর : সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের দুই বছরেও বিচার না হওয়ার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন স্তরের সাধারন মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সহ-সভাপতি সঞ্জীব চন্দ বিল্টু, সাধারণ সম্পাদক কাকন রেজা প্রমুখ। তারা অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উন্মোচন এবং হত্যকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উলেখ্য, ২০১২’র ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন।