ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাশের অপেক্ষায় জেলে পরিবারের স্বজনরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ

barguna-mapআমতলী (বরগুনা) প্রতিনিধি : এক মাস পার হয়ে গেছে, তবুও সন্ধান মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ জেলের। প্রিয়জনদের হারিয়ে স্বজনরা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। তাদের আশঙ্কা আর বুঝি বেঁচে নেই প্রিয়জন। কান্না আর আহাজারিতে তাই এলাকার আকাশ ভারি করে তুলেছে তারা। প্রিয়জনের লাশের অপেক্ষাতেই এখন তারা ব্যকুল। তাদের দাবি, জীবিত না হলেও লাশগুলো উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। জেলে পরিবারগুলোতে খেয়ে-পরে বাঁচা নিয়েও রয়েছে নানা শঙ্কা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা। ছোট শিশুদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকেই। নিখোঁজ হওয়া এক জেলের স্ত্রী বলেন, ‘আমার স্বামীরে যদি আইন্না দেতে পারেন ছার, হ্যালে আমনেগো লইগ্যা দোয়া হরমু, য্যানো আমার এই দুই বাচ্চায় তার মুকটা একটু দ্যাকতে পারে। কয়দিন ধইর্যা বাচ্চা দুইডারে মাইন্সে দুগ্যা ভাত দিয়া যায় হেইয়া খাওয়াই।’ এদিকে, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশ যে উদ্ধার অভিযান চালাচ্ছে তা শুধুই লোক দেখানো বলে অভিযোগ উঠেছে। সমুদ্রের যে এলাকায় তারা নিখোঁজ হয়েছে প্রশাসনের লোকজন সেখানে যাচ্ছেনা। মধ্য সাগরে হাত-পা বাঁধা জেলেদের লাশ দেখেও পুলিশ বা কোষ্টগার্ড কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলেও স্বজনহারারা অভিযোগ করেছে। তবে, তাদের এ অভিযোগ অস্বীকার করেছে কোষ্টগার্ড পুলিশ। স্থানীয় কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার আমিনুল ইসলাম বলেন, ‘জেলেদের দেয়া তথ্য অনুযায়ি সমুদ্রের যে এলাকায় অভিযান করা দরকার, সেখানেই অভিযান চালানো হচ্ছে। কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা।’ উলে¬খ্য, গত ১১ জানুয়ারি সকালে এফবি তানজিলা নামে একটি ট্রলার নিয়ে ওই ৯ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে পরদিন লালদিয়ার বারোবাম এলাকা থেকে নিখোঁজ হন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!