নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ওমর আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার দাউদপুর ইউনিয়নের উঃ মুরাদপুর গ্রামের মৃত মিয়ার উদ্দীনের ছেলে। ৯ ফেব্রুয়ারী রবিবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।