ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.বিমল কৃষ্ণ মজুমদার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেপি নেতা আলহাজ্জ মোঃ শাহজাহান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,বিশিষ্ট সমাজ সেবক খান হাবিবুর রহমান আলম, মুক্তিযোদ্ধা আঃ রশিদ মৃধা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বড়াল প্রমূখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ভাণ্ডারিয়ায় ধূমপান নিয়ন্ত্রণে সভা
ভাণ্ডারিয়া প্রতিনিধি : ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে বে সরকারি সংস্থা এসোসিয়েশন অব রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (এরিক)’র উদ্যোগে ও একলাব
এর সহযোগিতায় শনিবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতি কারক দিক নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন,ডাঃ জাফর আলী দেওয়ান,স্বাস্থ্য পরিদর্শক সুখরঞ্জন পাল,এরিক এর নির্বাহী পরিচালক মোঃ মাইদুল ইসলাম,ওয়ার্ল্ডভিশন ভাণ্ডারিয়া এডিপি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ নিজামউদ্দিন ও নিলিমা রানী প্রমূখ।