বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর নারিকেলী গ্রামের ফকির বাড়ির সামনে থেকে ৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কচি তালুকদার ও বাবুগঞ্জ উপজেলার শ্রমিক লীগের সভাপতি নিখিল তালুকদারের বড় ভাইর নিখোঁজ হওয়ার ৬ দিন পর এবং ঐ উপজেলার জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল তালুকদার(৬০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে উজিরপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ভাসমান নিহত কামাল তালুকদারকে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দূর্বত্তরা এবং তার শরীরে বিভিন্ন স্থানে একাধীক কোপের চিহ্ন রয়েছে। প্যান্টের পকেটে ৭ হাজার টাকা ও একটি সিমকার্ড ছবি পাওয়া গেছে। এব্যাপারে নিহত কামাল তালুকদারের ভাই নিখিল তালুকদার বলেন ৫-৬ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় এর পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।