ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শিবচর সংলগ্ন সাগর মোহনায় ট্রলারে গণডাকাতি হয়েছে। শুক্রবার গভীররাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ গণডাকাতি সংঘটিত হয়েছে।
হামলার শিকার জেলেরা জানান, গভীর রাতে হঠাৎ দুটি ট্রলারে করে ২০/২৫ জন ডাকাতের একটি দল সাগরে থাকা ১৫টি ট্রলারে পর পর ডাকাতি করে। ডাকাতরা জেলেদের জাল, ইঞ্জিন, ডিজেল সহ ট্রলারে থাকা সব ধরনের মালামাল ছিনিয়ে নেয় এবং ১৫ জেলেকে অপহরণ করে।
অপহৃত জেলেদের মধ্যে বাবুল মাঝি, জলিল মাঝি, হান্নান মাঝি, নাছির মাঝি, জাফর মাঝি ও মান্নান মাঝির নাম জানা গেছে। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, হামলার খবর পেয়ে উপ-পরিদর্শক আবদুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার সকালে সাগরে পাঠানো হয়েছে। তবে তারা কোন ডাকাতকে গ্রেফতার করতে পারেনি এবং অপহৃত জেলেদেরও উদ্ধার করতে পারেনি।