মেহের আমজাদ,মেহেরপুর : সামাজসেবা মুলক কজের অংশ হিসাবে মেহেরপুরে ছিন্নমুল, হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের বড় বাজারস্থ ”একসা” কার্যালয়ে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ওই কম্বল বিতরন করা হয়। এ সময় সমাজ সেবামুলক সামাজিক সংগঠন ‘একসা’র সভাপতি আরিফুল এনাম বকুল, সাধারন সম্পাদক গোলাম মুর্শিদ চন্দন, সদস্য আতিকুর রহমান টিটু, হাফিজুর রহমান, সামছুল আরেফিন আরিফ, ইয়াছিন আলী শামীম, আবু আমানুল্লাহ মন্টু, এএফএম আজহারুল হক (বড় কালু), গোলাম জাকারিয়াসহ একসা’র অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।


নানা আয়োজনে মেহেরপুরে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৪র্থ বর্ষে পদার্পন
মেহের আমজাদ,মেহেরপুর : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের ৪র্থ বর্ষে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ ড. সামসুজ্জোহা র্পাক থেকে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সম্পাদক আশহাদুর রহমান অনুসহ সংগঠনের সদস্য ও শুভাকাংক্ষীগন অংশ গ্রহন করেন।
একই দিন বিকেল সাড়ে ৪ টার সময় মেহেরপুর মৃত্তিকার কার্যালয় প্রাঙ্গনে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, উদীচীর জেলা সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সাচিপ’র জেলা সেক্রেটারি ডা. তাপস কুমার সরকার, অরনি’র সভাপতি নিশান সাবেক, সাংবাদিক তোজাম্মেল আযম, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন চক্রবর্তী, মাহবুবুল হক মন্টু, শামীম জাহাঙ্গীর সেন্টু, বাশরী মোহন দাস, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
মেহেরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উপজেলা নির্বাচনী সভা
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর হোটেলবাজার প্রাঙ্গনে উপজেলা নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান তরুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সামিউন বাসিরা পলি, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজি আমানুল্লাহ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন, শহর যুবলীগের সম্পাদক তৌহিদুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন প্রমুখ।
মেহেরপুরের শ্যামপুরে রিপন স্মৃতি ভলিবল অনুষ্ঠিত
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর স্বেচ্ছাসেবক ক্লাবের উদ্যোগে শ্যামপুর স্কুল মাঠে মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ভলিবল অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাহাচাঁদ একাদশ জয় লাভ করেছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ৫টি দল অংশ গ্রহণ করে। এর মধ্যে ফাইনালে রাহা একাদশ ২-১ সেটে বদরউদ্দিন একাদশকে পরাজিত করেছে। মেহেরপুর জেলা যুবলীগের অর্থ সম্পাদক মাহফিজুর রহমান রিটন অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় সেখানে ক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক মিকাইল, সদস্য মোহন, ডালিম, সোহেল, কিরণ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষ : সবকটি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষ হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বাছাইকার্য শুরু হয়। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন জমাকৃত সবকটি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেন, সহকারি রিটানিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারি কমিশনার ভুমি ফরিদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল ও নাগরিক সমাজের ব্যানারে জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ্যাড. মারুফ আহম্মেদ বিজন, ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, পৌর জামায়েতের আমির মাও. মাহাবুবুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, আজিজ আহম্মেদ মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি রোমানা আহম্মেদ ও আওয়ামী লীগের পক্ষ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সামিউন বাশিরা পলি সহ তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৫৮ এবং মহিলা ভোটার ৯০হাজার ৬৪৯। আগামী ৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন, ৪ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ ও ১৯ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
