মেহের আমজাদ,মেহেরপুর: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল শনিবার চেয়ারম্যান পদে ২ টি, ভাইস চেয়ারম্যান পদে ৪টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
জানা গেছে, চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল বেলা ১১ টায় জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন, নাগরিক সমাজের পক্ষে ১৮ দলীয় জোটের জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন বিকেল ৩টায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, নাগরিক সমাজের পক্ষে ১৮ দলীয় জোটের মেহেরপুর পৌর জামায়াত ইসলামির আমীর মাও. মাহবুবুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ ও শহর আওয়ামীলীগের উপদেষ্টা আজিজ আহমেদ মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ রুমা ও আওয়ামী লীগের পক্ষে সামিউল বশিরা পলি তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
