আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা বলেছেন শেখ হাসিনা বাকশাল কায়েম করতে দেশের পত্রিকার প্রকাশনা বন্ধ করে জনগনের কন্ঠরোধ করতে চায়। কিন্তু দেশের মানুষ বিনা ভোটের এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। তিনি গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আদমদীঘি উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যেগে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান, জামায়াত নেতা ডাঃ ইউনুছ আলী, আমির হাফেজ আতোয়ার হোসেন, বিএনপির নেতা ময়েন উদ্দীন মাষ্টার, বুলবুল ফারুক, মেহেদী হাসান, কামরুল হাসান মধু, টিকন, রুমান প্রমূখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।