মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের পৌরশহরের ক্লাব রোড এলাকার পৌরসভা কলোনি থেকে ১০ পিস ইয়াবাসহ সুজন দাস (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৫ জানুয়ারী বুধবার ভোরে তাকে আটক করা হয়। সুজন ক্লাব রোড এলাকার পৌরসভা কলোনির মৃত বিন্দা দাসের ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন দাস দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
