কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ৫০ গ্রাম গাঁজাসহ বদরুজ্জামান (৩০) নামের এক যুবককে কলারোয়া থানা পুলিশ আটক করে। সে কামারবাসা গ্রামের মৃত আ.সাত্তারের পুত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি দল পৌরসদরের মুরারীকাটি গ্রামের একটি টালী কারখানা সংলগ্ন এলাকা থেকে বদরুজ্জামানকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।