বগুড়া প্রতিনিধি : বিরোধীদলের ডাকা ৫ম দফা অবরোধের ৩য় দিনে শাজাহানপুরে আবারও গাড়ীতে আগুন দিয়েছে অবরোধকারীরা। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে মিছিল মিটিং করে চলেছে বিরোধী দলের নেতা কর্মীরা। যার কারনে এলাকার স্থানীয় শান্তিপ্রিয় সাধারন মানুষ ও সরকারী দলের নেতারা অভিযোগ করে বলেন, ২২ তারিখে যৌথবাহিনী অবরোধকারী দুর্বৃত্তদের সমাবেশ চলাকালে অভিযান চালালে স্থানীয় প্রশাসন, যৌথবাহিনীর অভিযানের খবর অবরোধকারীদের আগেই পৌছে দেয় ফলে অবরোধকারীদের নেতৃত্বদানকারীরা আগেভাগেই সটকে পড়ে আর ধরা পড়ে সাধারন দর্শনাথী ও পাতি নেতারা। যার ফলে আবারও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফলে শান্তিপ্রিয় এলাকাবাসী ও সরকারী দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, থানা প্রশাসন অবরোধকারীদের সাথে আঁতাত করে চলার কারনেই দুর্বৃত্তরা তাদের ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যেতে সাহস পাচ্ছে। উলেখ্য যে, দশম জাতীয় সংসদীয় নির্বাচনকে ঘিরে দেশে চলমান অস্থিরতায় হরতাল ও অবরোধে বগুড়াসহ শাজাহানপুরে প্রায় শতাধিক গাড়ী ভাংচুর ও ডজন খানেকের অধিক যানবাহনে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। তারই ধারাবাহিকতায় আবারও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আঁতাতের বিষয় নিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সাথে কথা বললে তিনি জানান, আতাঁতের বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন এবং সরকারী সম্পদ ও থানার নিরাপত্তার জন্য যা করা দরকার তার দায়িত্ব সঠিকভাবেই চালিয়ে যাচ্ছি।