শ্যামলবাংলা ডেস্ক : প্রার্থীবিহীন নির্বাচনকে আওয়ামী লীগের একদলীয় বাকশালের নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি ১৮ দলের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন ১৮ ডিসেম্বর বুধবার সকালে নগরীর নাসিমন ভবনস্থ নূর আহমেদ সড়কে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে ওই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করতে যাচ্ছে। এ নির্বাচন ক্ষমতালিপ্সু আওয়ামী লীগের কপালে কলঙ্ক তিলক হয়ে থাকবে।
নোমান বলেন, সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দমন-পীড়ন যত বাড়বে, চলমান আন্দোলনের গতিও তত বাড়বে। চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত থাকায় আমাদের বিজয়ও অবশ্যম্ভাবী।
মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, কাজী আকবর, ওহাব কাশেমী, আহমেদুল আলম রাসেল, আবদুল মান্নান, এডভোকেট সাত্তার সারোয়ার, মহিলা দলনেত্রী ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, যুবদল নেতা মোহাম্মদ সাহেদ, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, মাইনুদ্দীন মোহাম্মদ শহীদ প্রমুখ। সমাবেশ শেষে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করা হয়।