ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে পুর্ব শত্র“তার জের ধরে এক বিএনপি নেতার মটর সাইকেল ভাংচুর করেছে দুর্বৃত্তকারীরা। ১৬ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার মুশরীভূজার গ্রামীণব্যাংক সংলগ্ন স্থানে ওই ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মুশরীভূজা গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত বজলুল হকের ছেলে মোফাজ্জল হকের একটি দোকান ‘মায়ের দোয়া ফটোষ্ট্যাট এণ্ড ডিজিটাল ষ্টুডিও’ প্রতিদিনের ন্যায় দোকানদারী করতে গিয়ে দোকানের পিছনে গোপন জায়গায় তার মটর সাইকেলটি রাখা ছিল। হঠাৎ করেই ওইদিন রাতে প্রায় সাড়ে ৯টার দিকে ৮/১০ জন দূর্বৃত্তকারী কাতা, হাসুয়া, লাদনা-লাঠি, সাবল-ফার্সা হাতে নিয়ে মটর সাইকেলটি ভাংচুর করে।