নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের াাওতায় উপজেলা মৎস্য বিভাগ এ সভার আায়োজন করে। ৫ডিসেম্বর বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান প্রমুখ।