শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরের কালীবাড়ি মাছ বাজারের বেহাল দশা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৩:০০ অপরাহ্ণ

Raninagar Picসাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি হাট মাছ বাজার শেডের বেহাল দশা। যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
বাজার বণিক সমিতি জানায়, রাণীনগর উপজেলার মধ্যে সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বাজার এই কালীবাড়ি হাট। এই হাটের একটি গুরুত্বপূর্ন অংশ হলো মাছ বাজার। যেখানে প্রতিদিন সকাল ও বিকেল বেলায় এলাকার বিভিন্ন স্থান থেকে মৎস্যজীবীদের নিয়ে আসা মাছ নিয়ে বসে মাছ বাজার। স্থানীয়দের চাহিদা পূরনের পর এলাকার বিভিন্ন বাজারে মাছ নিয়ে যায় পাইকারী ও খুচরা মাছ ব্যবসায়ীরা। বিগত তত্বাবধায়ক সরকারের সময় পুরো হাটের বিভিন্ন শেডের সংস্কার হলেও মাছ পট্টির তেমন কোন সংস্কার করা হয়নি। এতে দীর্ঘ দিনের পুরাতন নষ্ট হওয়া কাঠের ফ্রেমের উপড় টিন শেডের চাতালের নিচে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাছ ব্যবসা করে যাচ্ছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা। শেডগুলো দীর্ঘদিনের পুরাতন হওয়ার কারণে প্রতিটি খুটি থেকে ইটের খোয়া, বালি ও সিমেন্ট খয়ে পড়ে যাওয়ার কারণে রড বের হয়ে গেছে। এতে শেডের চাল যে কোন সময়ে খুটি ভেঙ্গে পড়ে যাওয়ার আংশকা করছেন মাছ ব্যবসায়ীরা। এছাড়াও কালীবাড়ি হাটের মাছ বাজারের স্থান ছোট হওয়াই অনেক সময় নোংরা নালার সৃষ্টি হয়। আর এই নোংরা আবর্জনার উপর বসে অনেক কষ্টে বিক্রয় করতে হয় মাছ। তাই অনেক সময় ক্রেতাদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায় ।
এব্যাপারে মাছ ব্যবসায়ী হাসান আলী, কামাল উদ্দিন, বাবলু রহমান সহ অনেকে জানান, তাদের এই মাছ বাজার খুবই অবহেলিত। দীর্ঘদিনের পুরাতন নষ্ট হওয়া মরিচা পড়া টিনের শেডের নীচে তাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে প্রতিদিন। অপরিকল্পিত এই প্রাচীন ঐতিহ্যবাহী মাছ বাজারের কোন সংস্কার আজ পর্যন্ত হয়নি। অচিরেই এই মাছ বাজারের সংস্কার চান স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
এব্যাপারে কালী বাড়ি হাট বণিক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন জানান, তিনি এই মাছ বাজারের বেহাল দশা সর্ম্পকে স্থানীয় প্রশাসনসহ উপজেলা প্রশাসনকে একাধিকবার সংস্কারের জন্য লিখিত আবেদন দিয়েছেন। এই মাছ বাজারের সংস্কার অনেক ব্যয় বহুল হওয়াই তার সমিতির একার পক্ষে সমাধান করা সম্ভব নয় তবে অনেক ছোট খাট সমস্যা তার সমিতির পক্ষ থেকে সমাধান করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!