বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর, লাইনের স্লিপার তুলে ট্রেন অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৫:৩৫ অপরাহ্ণ
নীলফামারীতে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুর, লাইনের স্লিপার তুলে ট্রেন অবরোধ

 নীলফামারী , প্রতিনিধি :    নীলফামারীতে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে জেলা সদরের পলাশবাড়ি বাজাওে ছাত্রলীগ নেতার মোরসাইকেলে অগ্নিসঙযোগের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক (৬০) ও ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনকে (৬৩) নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পলাশবাড়ি বাজারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রতন কুমার রায়ের মোটরসাইকেলে পুড়িয়ে দেয় অবরোধকারীরা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতারা সমঝোতায় বসে। সমঝোতার এক পর্যায়ে অবরোধকারীরা ঐ ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন ও আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকটি দোকান ভাঙ্গচুর করা হয়। আহত মমতাজ ও জামালকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাছ আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থি’তি শান্ত করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান তিনি। এদিকে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত- জেলার বিভিন্ন স্থ’ানে একটি বাস, একটি ট্রাক, পাঁচটি মেটরসাইকেল, চারটি অটোরিক্সা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে সকাল সাড়ে ১০টায় অবরোধ সমর্থকরা সদরের দায়োনী রেলষ্টেশন এলাকার সখোর বাজাওে রেল লাইনের  স্লিপার তুলে নিয়ে খুলনাগামী আন্তঃনগর খুলনা মেইল ট্রেন অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা পালিয়ে যায় এবং ট্রেন চলাচল শুরু হয়। বুধবার বেলা ১১টার অবরোধ সমর্থনে জেলা বিএনপির একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। অপরদিকে সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার রাতে শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!