মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের কোট রোড এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ২৫ নভেম্বর সোমবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছে শহরের বড়কাপন এলাকার রুহুল আমিনের ছেলে হানিফ (২৩) ও দরগামহল্লা এলাকার আবদুল হকের ছেলে শাহ আলম(২৫)। এ সময় তাদের কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার এসআই নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।