মৌলভীবাজার প্রতিনিধি : নির্বাচনকালীন সরকারের নামে মহাজোট সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করে একদলীয় প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোট মৌলভীবাজার জেলা দুপুর ১২ টা ১৫ মিনিটে মৌলভীবাজার পৌরসভা চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১৮দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী আহবায়ক সদর থানা বিএনপি, মোঃ ফখরুল ইসলাম যুগ্ন আহবায়ক সদর থানা বিএনপি, ইয়ামীর আলী পৌর আমীর মৌলভীবাজার জামায়াত, আলাউদ্দিন শাহ জামায়াত সদর উপজেলা আমীর, ছাত্রদল নেতা আলী ছব্দর খান বাবর হাফেজ তাজুল ইসলাম ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি, দেলোওয়ার হোসেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন নির্বাচনকালীন সরকারের নামে মহাজোট সরকার মন্ত্রিসভা পুনর্গঠন করে একদলীয় প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য সংবিধান বহির্ভূতভাবে নির্বাচনকালীন ৯০ দিন সময়ের মধ্যে মহাজোট সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করে একদিকে গণদাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে অপরদিকে সংবিধানকে পদদলিত করেছে। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী ও ১৪ দলের সন্ত্রাসীদের দ্বারা সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।