ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর বাইপাস এলাকার দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজেখানার ছাত্র মোঃ মারুফ হোসেন (১৪) কে পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক হাফেজ এবায়েদুলাহ পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের পিতা ভ্যান চালক নাসির উদ্দিন বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর থেকে মাদ্রাসায় এসে কি কারনে তার সন্তান কে পিটানো হয়েছে তা জানতে চাইলে মাদ্রাসা তাকেও বেত দিয়ে পিটিয়েছে আহত করে। ছাত্র মারুফ হোসেন ও তার বাবা নাসির উদ্দিন অভিযোগ করেন, গত সোমবার ক্লাসে মুখস্থ পড়া না পারায় শিক্ষক হাফেজ এবায়েদুলাহ তাকে বেত দিয়ে হাতে, ঘাড়ে ও মাথায় এলোপাতারি পিটিয়ে আহত করে। পরে ছাত্রের বাবা নাসির উদ্দিন থানায় যেতে চাইলে তাকে ম্যানেজ করার জন্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের বাড়িতে নিয়ে যায় মাদ্রাসার অন্য শিক্ষকরা। এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ক্বারী মোঃ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সত্যতা প্রমান করে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ এবায়েদুলাহ জানান, ছাত্র পড়াতে হলে তো দুই একটি পিটুনী দিতেই হয়। অভিভাবককে বেত দিয়ে পিটানীর কথাটি অস্বীকার করেন।
