এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে বিক্রয় নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের সিনেমা রোডস্থ তামান্না সিনেমা হল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ওইসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের মূল্য প্রায় ৫০ হাজার টাকা। জানা যায়, ওইদিন শহরের পলিথিন ব্যবসায়ী মোকতারের দোকান থেকে ৫ বস্তা পলিথিন ক্রয় করেন রিকশা ভ্যানে নিয়ে যাওয়ার সময় লোকজন থানা পুলিশকে খবর দেয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে এসব নিষিদ্ধ ঘোষিত মালামাল উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
