ঠাকুরগাও প্রতিনিধি : জেলার সদর উপজেলার শিংপাড়া গ্রাম থেকে দেশীয় তৈরী ৪ টি আগ্নেয়াস্ত্র সহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিকেলে শিংপাড়া গ্রামের মো: সওদাগড় আলীর ছেলে দেলওয়ার হোসেন মন্ডল এর হেফাজতে থ্কাা দেশীয় তৈরী ২ টি পিস্তল ও ২ টি পাইপগান উদ্ধার করে পুলিশ। এ সময় দেলওয়ারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারনা দেলওয়ার নিজেই এসব অস্ত্র তৈরীর সাথে জড়িত্ । রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরী করা হয়েছে। আটক যুবককে এ বিষয়ে ব্রাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঠাকুরগায়ের পুলিশ সুপার ফয়সল মাহমুদ।