এম. এ করিম মিষ্টার, নীলফামারী : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ও পাবনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে উত্তরবঙ্গ শ্রমিক ফেডারেশন আগামি বৃহস্পতিবার থেকে নীলফামারীসহ উত্তরবঙ্গের সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। আগামিকাল বুধবারের মধ্যে শিমুল বিশ্বাসকে মুক্তি দেয়া না হলে পরিবহন শ্রমিক ফেডারেশন ঘোষিত পরিবহন ধর্মঘটকে সমর্থন করে যানবহন চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে।