মেহের আমজাদ, মেহেরপুর : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতাল সফল করতে মেহেরপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরীনগর, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর মোড়ে টায়ার জ্বালিয়ে লাঠি শোটা নিয়ে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। ফলে সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজনগরে সড়ক অবরোধের সময় বিপুল সংখ্যক জামায়াতের মহিলা কর্মিকে অংশ নিতে দেখা গেছে। হরতালের কারণে আন্ত: জেলা ও দূরপাল¬ার পরিবহণ চলাচল এবং শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।