ঝালকাঠি সংবাদদাতা : সারাদেশে সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলা, বাড়ী-ঘরে অগ্নি সংযোগ, লুটপাট ও মা-বোনদের লাঞ্ছনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় মদন মোহন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর এবং সারাদেশে সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে।
