এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরের হাতিখানা হিন্দুপাড়ায় বাসা বাড়িতে দেহ ব্যবসায় লিপ্ত থাকায় বাড়ির মালিকসহ ৫ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। ৬ নভেম্বর বুধবার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই রায় দেয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের ওই এলাকায় মৃত পুলিশ সদস্য বজলার রহমানের পূত্র রিপন (৩২) দীর্ঘদিন থেকে তার বাসা বাড়িতে বহিরাগত মেয়ে এনে দেহ ব্যবসা চালিয়ে আসছে। বিষয়টি এলাকাবাসী দীর্ঘদিন থেকে জানলেও পুলিশের ছেলে এ কারণে কেউ মুখ খুলতো না। ওইদিন সন্ধ্যায় রিপনের বাসায় দুই জোড়া কপোত-কপোতী দেখে গোটা বাড়ী ঘেরাও করে রাখে এবং উত্তেজিত লোকজন তাদেরকে বাহির করার জন্য বাসা বাড়িতে হামলা চালায়। পরে সৈয়দপুর থানা পুলিশকে খবর দেয়া হলে নীলফামারী সদরের আরাজী চড়াইখোলা গ্রামের মৃত মোজহার আলীর পূত্র আনছারুল (৩১), একই জেলার হাজী মহসীন সড়কের বাসিন্দা স্বর্গীয় কৃষ্ণ সাহার পূত্র অসুন সাহা (৪৫), রংপুর ধাপ এলাকার মৃত কাজিম উদ্দিনের কন্যা লিপি (২৬), দিনাজপুরের রানীরবন্দর নশরতপুর এলাকার মৃত খলিলের কন্যা রেখা আক্তার ও বাড়ির মালিক সাবেক পুলিশ সদস্য মৃত বজলার রহমানের পূত্র রিপন (৩২)কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রম্যমান আদালতে প্রত্যেককে ৭ দিনের সাজা প্রদান করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম।
