চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ডালিমের বাড়িতে বোমা হামলা চালিয়েছে স্বশস্ত্র একদল দুর্বৃত্ত। ২ নভেম্বর শনিবার রাতে দামুড়হুদার উজিরপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা ডালিম (৪০) ও তার স্ত্রী জোহরা বেগম (৩২) ।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আওয়ামী লীগ নেতা ডালিম ও তার স্ত্রী ঘরের বারান্দায় বসে ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ডালিমকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এতে ডালিম ও জোহরা দুইজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
