মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদরে জিয়া মঞ্চের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত ওই কর্মীসভায় সভাপতিত্ব করেন মো. মোনাহিম কবির।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন মাতুক, ফয়সল আহমদ, মিজানুর রহমান মিজান, নুরুল আলম নোমান, মুহিতুর রহমান হেলাল প্রমুখ। পরে মো: মোনাহিম কবিরকে আহবায়ক ও ডাঃ সৈয়দ কামরুজ্জামানকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জিয়া মঞ্চের কমিটি গঠন করা হয়।
