ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার বেড়ায় অধ্যাপক ড. আবু সাইয়িদকে গণসম্বধর্না

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ১০:২৯ অপরাহ্ণ

Sayeed-1এস.এম আজিজুল হক, পাবনা : মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের সাথে কুটনৈতিক যুদ্ধ নিয়ে অনবদ্য গবেষনার স্বীকৃতিস্বরূপ পিএইচডি ডিগ্রী অর্জন করায় বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদকে বেড়া-সাঁথিয়ারবাসীর পক্ষ থেকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে ফোরাম-৭১  এর আয়োজনে বেড়া ডিগ্র কলেজ মাঠে ওই সম্বর্ধনা দেয়া হয়।
এসময় সম্বর্ধনার জবাবে অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, মানুষ যখন ক্ষমতায় যায়, তখন তাকে বিনয়ী হতে হয়। দুর্ভাগ্যবসত বেড়া-সাঁথিয়ার মানুষ সেই বিনয়ী আচরণ থেকে বঞ্চিত হয়েছে। তিনি স্থানীয় পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, একজন মেয়র কি করে পুলিশী প্রটোকলে চলাফেরা করে, তার জবাব এলাকাবাসী আদায় করে ছাড়বে। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশকে এক ব্যক্তির সেবাদাস হিসেবে কাজ করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু মুক্তি আসেনি। গত ৪২ বছরেও এ দেশের দূ:খী মানুষের মুখে হাঁসি ফোঁটে নাই। বর্তমানে দেশে দেশে যে সঙ্কট চলছে, তার সমাধান সংবিধানেই আছে। সংবিধানের মধ্য থেকেই শান্তির পরিবেশ খুজে বের করতে হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমৃত্যু রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, চাটা আর চাটুকারের দল সে আদর্শ আজও বাস্তবায়ন করতে দেয়নি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের সভাপতিত্বে গণসম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম পোটল, ডা. এম এ আওয়াল, মোজ্জামেল হক খাঁন, মোকছেদ আলী প্রমূখ।
উল্লেখ্য, সাইয়িদভক্তদের ব্যাপক সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কলেজ মাঠ। আগতরা মুহূর্মুহূ জয়-বাংলা শ্লোগানে এবং সাইয়িদকে সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তোলে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!